২৮০ বোতল ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক

Cumilla24

২৯ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাড়ি থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাতা শাশুড়িকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। 

আটককৃতরা হলো- দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদকবিক্রেতা আরিফের স্ত্রী চায়না খাতুন (৩৭) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া (জামাতা) 

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় শনিবার অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাশুড়ি চায়না জামাতা রাজাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটককৃত ওই দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied