ভোলার লালমোহনে ২৭০টি ও তজুমদ্দিন উপজেলায় ১৩৭টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর
১৪ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

এম এ হান্নান, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে ২৭০টি ও তজুমদ্দিনে ১৩৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে গণভবন থেকে সারাদেশের সঙ্গে লালমোহন ও তজুমদ্দিনে এসব অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লালমোহন ও তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে লালমেহনে ২৭০টি পরিবার ও তজুমদ্দিনে ১৩৭টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের আমলে দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশের অসহায় মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। অসহায়দের মাঝে জমিসহ এই ঘর বিতরণ বর্তমান সরকারের এক অনন্য নজির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসান রিমনসহ সকল ইউপি চেয়ারম্যান ও উপকারভোগী সকল ভুমিহীন-গৃহহীন পরিবারের সদস্যবৃন্দ।
