চাঁদপুরে ফেন্সিডিলসহ ফেন্সি রুবি গ্রেফতার

Cumilla24

২৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:

চাঁদপুরে ১২ পিস ফেন্সিডিলসহ রুবি বেগম (২৬) নামের মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মোঃ মাসুদ খলিফা পালিয়ে যায়।


চাঁদপুর মডেল থানার হেলাল শহীদুল্লাহ ঝটিকা অভিযান চালিয়ে পৌর ১৩নং ওয়ার্ডের পাকা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 


মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

গ্রেফতারকৃত রুবি বেগম শাহরাস্তি উপজেলার মোঃ শাহজাহানের স্ত্রী। পলাতক আসামী মোঃ মাসুদ খলিফা ফরিদগঞ্জ উপজেলার আঃ মালেকের ছেলে। তারা শহরের পৌর ১৩নং ওয়ার্ডের পাকা মসজিদ এলাকায় বসবাস করছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, গ্রেফতারকৃত নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied