কুমিল্লায় গাঁজা ও ১টি অটোরিক্সাসহ গ্রেফতার ২
১৪ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

কুমিল্লা
৩০ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সাসহ ০২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত
০৮/০৮/২০২৩খ্রি: তারিখে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ীতে কর্মরত
এসআই(নিঃ) মোঃ ইয়ামিন সুমন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার
ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ০৫নং পাঁচথুবী
ইউপিস্থ চাঁনপুর ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তার উপর লিটন সরকারের চায়ের দোকানের সামনে
একটি লাল রংয়ের ব্যাটারী চালিত অটোরিক্সা থেকে ধৃত আসামী ০১। কুমিল্লা কোতয়ালী মডেল
থানার চাঁনপুর বৌ-বাজার এলাকার শহিদুল ইসলাম এর ছেলে মোঃ শামিম (৩০), ০২। কুমিল্লা
জেলার মুরাদনগর থানার কাজিয়াতুল গ্রামের মৃত মানু মিয়ার ছেলে মোঃ আউয়াল (২৯) এর কাছ
থেকে ০২টি প্লষ্টিকের বস্তার ভিতর হতে খাঁকি স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫ টি প্যাকেট
থেকে (১৫X০২)=৩০ (ত্রিশ) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সাসহ জব্দ তালিকা
মূলে জব্দ করেন।
উক্ত
আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৮, তাং-০৯/০৮/২০২৩খ্রি: ধারা- ২০১৮
সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মতে মামলা রুজু করা হয়।
