স্বামী অসুস্থ,সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন সাবিলা নূর!

Cumilla24

১৭ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন অভিনেত্রী সাবিলা নূর। ক্রেতারা অভিনেত্রী সাবিলা নূর কাছ থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। মাছের ওপর পানি ছিটানো, মাছি তাড়ানো সবই করছেন সাবিলা নূর একাই। দরদাম থেকে শুরু করে সব কিছুই তিনি করছেন।

অভিনেত্রী সাবিলা নূর বাজারে মাছ বিক্রি করছেন।

তার পেছনে মূল কারণ নাটকের শুটিং। সাবিলা নূর মৎস্যকন্যা নাটকের অভিনয় করছেন মাছ বিক্রেতা হিসেবে।

৫ আগস্ট শনিবার নির্মাতা আলোক হাসানের পরিচালনায় এ নাটকের দৃশ্যধারণ হয়েছে মিরপুরের ৬ নম্বর সেক্টরের মাছ বাজারে।

সাবিলা নূর বলেন, কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো এ কাজগুলো করতে হয়েছে। মাছ কিনতে গিয়ে আগে, এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রের প্রয়োজনে এবার নিজেকেই সে কাজগুলো করতে হয়েছে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হয়েছে। বেশ ভালো এক অভিজ্ঞতা হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে, অনেকেই বুঝতে পারেনি এটি শুটিং।

মৎস্যকন্যা নাটকে আমেনা চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন তিনি। দয়াল সাহার চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজুসহ অনেকে।

নির্মাতা আলোক হাসান জানান, জীবনঘনিষ্ঠ এক ঘণ্টার এ নাটকের শুটিং শনিবার ও আজ মিরপুর মাছবাজার ও উত্তরার বিভিন্ন লোকেশনে চলবে। এ নাটকে দর্শকরা নতুন এক সাবিলাকে খুঁজে পাবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied