ছেলের জন্মদিনে ১৫ লাখ টাকা খরচ করেন পরিমণি
১২ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
রাজধানীর পাঁচ তারকা
হোটেলে ঢাকঢোল পিটিয়েই ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করলেন
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি । তবে কোথাও দেখা
যায়নি বাবা শরিফুল রাজকে। জন্মদিনের অনুষ্ঠানে মা ও বাবার কেনা পোশাক পরেছে
রাজ্য। ছেলের প্রথম জন্মদিনে আয়োজনে কমতি রাখলেন না পরীমণি।
ছেলের জন্মদিনের পুরো আয়োজন একা হাতে সামলেছেন পরীমণি।
পরীমণি জানান, এই
অনুষ্ঠানে তিনি ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন। আমি অনেক কষ্ট করে এটি জোগাড়
করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে আমাকে এত কষ্ট নিতে হতো না। রাজ্যের
প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি।
