শুয়ে থেকেই আয় করতে পারবেন লাখ টাকা!
২২ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কাজ
করতে ভালো লাগে না, শুয়ে বসে থেকে লাখ লাখ টাকা আয় করার দিবাস্বপ্ন অনেকেই দেখেন। আপনিও
এমন স্বপ্ন পূরণ করতে পারবেন। শুধুমাএ বিছানায় শুয়ে থেকেই লাখ টাকা আয় করতে পারবেন।
শুয়ে
থেকে মোবাইল ব্যবহার করতে পারবেন, সিনেমা দেখতে পারবেন বা বইও পড়তে পারবেন। কিন্তু
শর্ত হচ্ছে সারাদিন শুয়ে থাকতে হবে তাকে। নির্দিষ্ট সময় পর্যন্ত শুয়ে থাকতে পারলেই
মিলবে লাখ টাকা। এমনই এক প্রতিযোগিতার আয়োজন করেছে পূর্ব ইউরোপের মন্টেনিগ্রোর ব্রেজনা
নামের এক গ্রামের বাসিন্দারা। এ এলাকায় প্রতিবছরই ‘অলসতার উৎসব’ বা ‘ফেস্টিভাল অফ
লেজিনেস’এর আয়োজন করা হয়। শিরোপা জিততে গেলে ওই প্রতিযোগীর জন্য অনুমোদিত গদিতে শুয়ে
কাটাতে হবে। খুব সামান্য হাত পা নাড়ানো চলতে পারে।
প্রতিযোগীরা
প্রতি আট ঘণ্টায় ১৫ মিনিটের বিরতি দেওয়া হবে।প্রতিযোগীদের স্বাস্থ্যের দিকেও যথেষ্ট
নজর দেওয়া হয় এই প্রতিযোগিতায়। যে বিজয়ী হবেন তাকে ১ হাজার ইউরো উপহার দেওয়া হবে।
যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার টাকা।
প্রতিযোগিতায়
অংশ নেন ২১ জন প্রতিযোগী। তার মধ্যে এখনো টিকে আছেন মাত্র চারজন। এই প্রতিযোগিতায় যে
কেউ অংশ নিতে পারবেন।
উত্তর মন্টেনিগ্রোর ব্রেজনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ১২ বছর ধরে। গ্রামবাসীরা মজা করার জন্য এবং আনন্দের জন্যই এই আয়োজন করতেন। তবে তা এতটা জনপ্রিয় হবে তা তারা ভাবেননি।
সূত্র:টাইমস
অব ইন্ডিয়া