ভারী বর্ষণে প্রাণ হারিয়েছে ১৫৫ জন

Cumilla24

২৩ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে ১৫৫ জন। আহত হয়েছেন প্রায় ২৩৬ জন।

দেশটির প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন। পূর্ব আফ্রিকাজুড়ে এখনো প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। (খবর আল জাজিরার)

দুই লাখেরও বেশি মানুষ এবং ৫১ হাজার পরিবার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া পার্লামেন্টকে বলেন, এল নিনো চলমান বর্ষার পরিস্থিতি খারাপ করে তুলেছে। এতে বন্যা হচ্ছে, সড়ক, সেতু ও রেললাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারী এল নিনো বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বন্যা ও ভূমিধসের ঘটনা দেশের বিভিন্ন অঞ্চলে ঘটছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিবেশের অবনতির কারণে বৃষ্টির এমন বিধ্বংসী প্রভাব দেখা দিয়েছে। বন্যা কবলিত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি পরিষেবাগুলো বন্যার পানি থেকে মানুষকে উদ্ধার করছে।

তিনি বন উজাড়, টেকসই চাষাবাদের অনুশীলন এবং অনিয়ন্ত্রিত গবাদি পশু চারণকে এ দুর্যোগের জন্য দায়ী করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied