'লাল শাড়ি'তে শাকিব আমাকে আর্থিক সহযোগিতা করেছে: অপু বিশ্বাস
২৩ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫
ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। যে ছবিতে প্রযোজক ও নায়িকার ভূমিকায় ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু–জয় প্রোডাকশন হাউজের এটি প্রথম চলচ্চিত্র।
অপু জানান, ‘‘আমার প্রত্যেকটা সফলতার পেছনে কৃতিত্ব-অবদান শাকিব খানের। উনি যদি না থাকতেন তাহলে প্রযোজনাটা আমি করতে পারতাম না। আমি এতটুকু বলতে চাই, ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের সময় আমি কিছুটা অর্থনৈতিক সংকটে পড়ে যাই। বিষয়টা শাকিব খানকে জানানোর সঙ্গে সঙ্গে সে আমাকে সহযোগিতা করেছে। পাশাপাশি বলেছে, আগে আউটডোর শুটিং শেষ করে আসো।’’