প্রিয়তমার জন্য ৮০ বছরের বৃদ্ধ হলেন শাকিব খান !

Cumilla24

৪ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

এক নজর দেখে বোঝার উপায় নেই তিনি যে সুপারস্টার শাকিব খান। যা দেখে রীতিমতো বিস্মিত দর্শকরা।

২০ জুন মঙ্গলবার সন্ধ্যায় শাকিবের আসন্ন সিনেমা প্রিয়তমার লুক প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছেচেহারায় স্পষ্ট বয়স্ক ছাপমুখ  শরীরের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। সাদা পাকা লম্বা চুল। সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন এক বৃদ্ধ। জীবন সায়হ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন ৮০ বছর বয়সী এই বৃদ্ধ।

কেউ কেউ জানান সিনেমার নায়িকা ইধিকা পালের অপেক্ষায় থাকতে থাকতে শাকিব খান বৃদ্ধ হয়ে গেছেন  তবে কার অপেক্ষায় রয়েছেন শাকিব তা জানতে হলে প্রেক্ষাগৃহে যেতে হবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ।

প্রিয়তমা যৌথভাবে চিত্রনাট্য  সংলাপ করেছেন ফারুক হোসেন  হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরো অভিনয় করছেন কলকাতার ইধিকা পালকাজী হায়াৎশহীদুজ্জামান সেলিমএলিনা শাম্মীডনসহীদ নবী সহ আরো অনেকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied