ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৯৬, আহত ১৫০ এর বেশি

Cumilla24

১৩ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে দেশটিতে ২৯৬ জন নিহত হয়েছেন, এতে ১৫৩ জনের বেশি আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টায় ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর গভীরতা ছিল ১৮ দশমিক পাঁচ কিলোমিটার। ভূমিকম্পটি ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। ৫০০ বছরের মধ্যে ওই এলাকায় এত বড় ভূমিকম্প হয়নি।  

স্পেন ও পর্তুগালেও কম্পন অনুভূত হয়েছে। 


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied