মালয়েশিয়ায় ২৫২ জন বাংলাদেশিকে আটক
১৮ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ৪২৫ জন অভিবাসীকে আটক করা হয়। তার মধ্যে
২৫২ জন বাংলাদেশের নাগরিক।
৫ আগস্ট শনিবার মালয়েশিয়ার
সিনার ডেইলি পত্রিকা এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।
প্রতিবেদনে উল্লেখ করা
হয়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত মালয়েশিয়ার অভিবাসন বিভাগ
কুয়ালালামপুরের তামান বুকিত চেরাসের অ্যাপার্টমেন্ট ভবনে অভিযান চালায়। এ
অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।
কুয়ালালামপুরের
ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন বলেন, অভিযানে অ্যাপার্টমেন্ট
কমপ্লেক্সের তিনটি ব্লকে ৬০০ বিদেশি নাগরিককে লক্ষ্য করে অভিযান চালানো হয়।
বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য ৪২৫ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৩৭১ জন
পুরুষ, ৫৩ জন নারী এবং একজন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জন ইন্দোনেশিয়ান,
২৫২ জন বাংলাদেশি, ১০৮ মায়ানমার, ২ জন ফিলিপিনো, ৭ জন পাকিস্তানি, ৬ জন
কম্বোডিয়ান এবং ২০ জন নেপালি।
আটক ব্যক্তিদের বিষয়ে
মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ও ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে তদন্ত করা
হচ্ছে।
