ভুট্টাখেতে পাওয়া গেল স্বর্ণমুদ্রা
৯ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
কোন
জায়গা থেকে স্বর্ণমুদ্রাগুলো উদ্ধার
করা হয়েছে এবং যে ব্যক্তি
এগুলোর সন্ধান পেয়েছেন, তার পরিচয় এখনও প্রকাশ
করা হয়নি।
ওই খামারের কর্তৃপক্ষ এবং স্বর্ণমুদ্রাগুলো বিক্রির
দায়িত্ব পাওয়া কোম্পানি সূত্র জানিয়েছে, স্বর্ণমুদ্রার এই মজুতকে ‘গ্রেট
কেন্টাকি হোর্ড’ নামে ডাকা হচ্ছে।
কয়েক
মাস আগে ওই ব্যক্তি
ভুট্টাখেতে স্বর্ণমুদ্রাগুলোর সন্ধান পাওয়ার পর বিরল মুদ্রা
সংগ্রহকারী জেফ গ্যারেটের সঙ্গে
যোগাযোগ করেন।
সন্ধান পাওয়া স্বর্ণমুদ্রাগুলো পরীক্ষা করে এরই মধ্যে
প্রত্যয়নপত্র দিয়েছে নুমিসম্যাটিক গ্যারান্টি কোম্পানি। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠান বিভিন্ন
মুদ্রা পরীক্ষা ও বিশ্লেষণ করে
থাকে।
জানা
গেছে, স্বর্ণমুদ্রাগুলো আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) সময়কার।
উদ্ধার হওয়া এসব স্বর্ণমুদ্রা
এখন বিক্রির জন্য তোলা হবে।
ধারণা করা হচ্ছে, এগুলো
লাখ লাখ ডলার মূল্যে
বিক্রি হবে।
উদ্ধার স্বর্ণমুদ্রাগুলো বিক্রির দায়িত্ব পেয়েছে গভমিন্ট ডটকম। ওই ওয়েবসাইটে প্রকাশিত
এক ভিডিওতে দেখা গেছে, এক
ব্যক্তি মাটি খুঁড়ে স্বর্ণমুদ্রাগুলো
বের করছেন।
এর মধ্যে আছে
১ ডলার গোল্ড ইন্ডিয়ানস,
১০ ডলার গোল্ড লিবার্টিস
ও ২০ ডলার গোল্ড
লিবার্টিস। এর মধ্যে ১৮টি
অত্যন্ত বিরল ধরনের ২০
ডলার গোল্ড লিবার্টিস আছে। এগুলো ১৮৬৩
সালে ফিলাডেলফিয়াতে তৈরি করা।
সূত্র: ফক্স১৯
