বিমান বিধ্বস্ত হওয়ার ৪০ দিন পর উদ্ধার ৪ শিশু

Cumilla24

১৫ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

সেসনা- ২০৬  বিমান ১ মে ভোরে ইঞ্জিন ত্রুটির কারণে কলম্বিয়ার ক্যাকেটা রাজ্যের সোলানোর জঙ্গলে বিধ্বস্ত হয়। 

বিমানটিতে ৭ জন আরোহী ছিল। বিমানটি আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা এবং গুয়াভিয়ার প্রদেশের শহর সান জোসে দেল গুয়াভিয়ারের একটি রুটে যাচ্ছিল। ওই সময় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় পাইলটসহ তিনজন প্রাপ্তবয়স্ক মারা যান। তাদের মৃতদেহগুলো বিমানের ভেতরেই পাওয়া যায়। ১৩, ৯ এবং ৪ বছর বয়সী শিশু এবং সেইসঙ্গে  ১২ মাস বয়সী আরো একটি শিশু দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল। তারা পরে জঙ্গলে হারিয়ে যায়।

উদ্ধারকারীরা কুকুরের সাহায্যে অনুসন্ধান চালায়। তারা জঙ্গলের মাঝে গাছপালা দিয়ে তৈরি আশ্রয় খুঁজে পেয়েছিল। ফল খেয়ে শিশুগুলো বেঁচে ছিল। কলম্বিয়ার সেনাবাহিনী ও বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নেয়। 

দেশটির রাষ্ট্রপতি পেট্রো প্রাথমিকভাবে জানিয়েছিলেন, ১৭মে টুইটারে এক বার্তায় শিশুদের পাওয়া গেছে। তবে তথ্য নিশ্চিত না থাকায় পোস্টটি পরে মুছে দেওয়া হয়। পেট্রো শুক্রবার সাংবাদিকদের বলেন,  ‘শিশুরা জঙ্গলের মাঝখানে নিজেরাই নিজেদের রক্ষা করেছে। তারা একসঙ্গেই ছিল এবং তারা বর্তমানে দুর্বল।’

শিশুদের দাদা নার্সিজো মুকুটুই সাংবাদিকদের বলেছেন, তাদের উদ্ধারের খবরে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘ইয়ারির জঙ্গলে নিখোঁজ হওয়া আমার নাতি-নাতনিদের দাদা হিসাবে এই মুহুর্তে আমি খুব খুশি।’ উদ্ধার হওয়া শিশুরা হুইটোতো সম্প্রদায়ের। কর্মকর্তারা বলেছন,  রেইনফরেস্টে কীভাবে বেঁচে থাকতে হয় সে সম্পর্কে বড় ভাইবোনদের কিছুটা জ্ঞান ছিল। কলম্বিয়ার সেনাবাহিনীর প্রকাশ করা ছবিগুলোতে জঙ্গলের মাঝখানে চার শিশুর সঙ্গে একদল সৈন্যকে দেখা গেছে।

সূত্র : আলজাজিরা

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied