মাকড়সার কামড়ে গায়কের মৃত্যু!

Cumilla24

১৫ দিন আগে রবিবার, নভেম্বর ২৩, ২০২৫


#

ব্রাজিলের তরুণ গায়ক ডার্লিন মোরাইস মাকড়সার কামড়ে মুখমণ্ডলে আহত হয়ে মারা গেছেন।

তার স্ত্রী জুলেনি লিসবোয়ার বরাতে জানিয়েছে সোমবার মোরাইসের মৃত্যু হয়েছে। পরে গায়কের পরিবার মোরাইসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ।

গায়কের স্ত্রী জুলেনি লিসবোয়ার জানিয়েছেন, শনিবার মোরাইস ক্লান্তি অনুভব করেন, তার চোখমুখ দ্রুত কালো হতে থাকে। রোববার তাকে জেনারেল হাসপাতাল অব পালমাসে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে ।

ব্রাজিলের জনস্বাস্থ্য বিভাগ মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত করছে। মোরাইসের সঙ্গে তার ১৮ বছর বয়সী সৎমেয়েও মাকড়সার কামড়ে আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে,মেয়ের অবস্থা স্থিতিশীল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied