অভিনেত্রী তামান্না বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিক !

Cumilla24

২৮ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়,তামান্নার হাতের আঙুলে রয়েছে বড় আকৃতির একটি হীরার আংটি।

গুঞ্জন উড়ছে, এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা।

ভারতের বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, তামান্নার সংগ্রহে নানারকম হীরার আংটি রয়েছে। বিস্ময়কর তথ্য হলো: বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিকও তামান্না! জমকালো একটি আংটিতে সেটি বসানো হয়েছে। হীরাটির আকার, ওজন আংটিতে আলাদা মাত্রা যোগ করেছে। এর মূল্য কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় কোটি ৬৫ লাখ টাকার বেশি)

এই হীরাটি কিনেননি তামান্না। এটি উপহার পেয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনার কাছ থেকে। সাই রা নরসিমহা রেড্ডি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তামান্না। মুক্তির পর সিনেমা সুপারহিট হয়। সিনেমাটিতে তামান্নার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরাটি উপহার দেন উপাসনা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied