ঈদে মুক্তি পেল নুসরাত ফারিয়ার 'সুড়ঙ্গ' সিনেমা
২৫ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো: নির্মাতা রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’।
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৮টি সিনেমা। কিন্তু এবার ঈদে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫-এ। আলোচনায় রয়েছে ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হলো তার। নিশোর বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী তমা মির্জা। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই সিনেমার আইটেম গানে দেখা যাবে দুই বাংলার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে। সিনেমাটি সিনেপ্লেক্সসহ আরও ২৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তার মধ্যে আলোচনায় এগিয়ে আছে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। আর অপু বিশ্বাস হাজির হলেন তার প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে।
