নুসরাত ফারিয়া গরমে অস্থির
১৫ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫
শুক্রবার দুপুরে ফেসবুকে দুটি
ছবি
প্রকাশ
করেছেন
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি দুটি
প্রকাশ
করে
ইংরেজিতে একটি
ক্যাপশন লিখেছেন নুসরাত ফারিয়া
।
যার
অর্থ হলো: প্রচণ্ড গরমে
সমস্যা,
তবে
আমি
গ্রীষ্মকালকে বোঝাতে
চাইছি।
এই ছবিগুলো প্রকাশের পরই
ভক্তদের নানা
রকমের
মিশ্র
প্রতিক্রিয়া দেখা
যায়। অভিনেত্রীর খোলামেলা রূপের ছবি জন্য
আক্রমণ
করেও
মন্তব্য করেছেন। কিন্তু নুসরাত ফারিয়া
তাদের
কারও
মন্তব্যেরই জবাব
দেননি।
