দড়ি নিয়ে খেলতে গিয়ে ফাঁ’স লেগে এক কিশোরের মৃ’ত্যু
২০ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

২ সেপ্টেম্বর শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দড়ি নিয়ে খেলতে গিয়ে ফাঁস লেগে স্বাধীন (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে আটি হাউজিং এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনার খালিয়াঝুরির কল্লানপুর এলাকার ফুয়াদের ছেলে মৃত স্বাধীন। স্বাধীন তার পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৭ নম্বর রোডের জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মৃত স্বাধীন এর বাবা রাজমিস্ত্রি এবং মা গৃহকর্মীর কাজ করতো। প্রতিদিনের মতো স্বাধীনকে তার নানির কাছে রেখে তারা কাজের উদ্দেশে বাইরে যান। পরবর্তীতে আজ শনিবার বিকেলের দিকে সে ঘরের দরজার আংটার সঙ্গে দড়ি নিয়ে একা খেলা করছিল। খেলার এক পর্যায়ে তার গলায় ভুলক্রমে ফাঁস লেগে মৃত্যু হয় তার। মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
