দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ১৯ টন ইলিশ যাচ্ছে ভারতে
২ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল থেকে ভারতে পাঠানো শুরু হচ্ছে ইলিশ মাছ। রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক নিরব হোসেন টুটুল জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর বুধবার দিবাগত রাতেই প্রথম চালান পাঠানো হচ্ছে।
বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল বলেন, বরিশাল থেকে ৫ টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। এ প্রতিষ্ঠনগুলো হলো: তানিশা এন্টারপ্রাইজ, মাহিমা এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সী গোল্ড এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ।
প্রত্যেক প্রতিষ্ঠান ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে ৫০ টন করে। অনুমতি পেয়ে এ বছর প্রথম চালান রাতে বরিশাল নগরের পোর্ট রোড মোকাম থেকে রওনা হবে। প্রথম চালানে যাবে ১৯ টন ইলিশ মাছ। ওই মাছ রপতানি করবে মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ। বেনাপোলের সিমান্ত দিয়ে ভারত যাবে বলে জানিয়েছেন বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল।
ভারতে ইলিশ রফতানী করার অনুমতি পাওয়া দেশের বাজারের জন্য ইতিবাচক জানিয়ে পোর্ট রোডের আড়তদার জহির সিকদার বলেন, এতে চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হয়ে যাবে। তখন স্থানীয় বাজারে ইলিশ বেশি থাকবে।
প্রতিনিয়ত যশোর, সাতক্ষীরা ও আগরতা হয়ে ভারতে বিপুল পরিমান ইলিশ চোরাই পথে পাচার হয় বলেও জানান তিনি।
