ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষ, পা বিচ্ছিন্ন চালকের

Cumilla24

২৭ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় সিমেন্ট বোঝাই ভটভটির। এ সময় একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে ভটভটি চালকের এবং ট্রেনের তেলের ট্যাংকি ফুটো হয়ে তেল ঝরতে থাকে।

এ দুর্ঘটনাটি ঘটে ২৬ আগস্ট শনিবার বিকেল সোয়া ৩টায় ফতুল্লার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের সামনে পড়ে সিমেন্ট বোঝাই ভটভটি। এতে চালকসহ ছিটকে পড়ে ভটভটি। এ সময় ভটভটির আঘাতে ট্রেনের তেলের ট্যাংকি ফুটো হয়ে ঝরতে থাকে তেল। এতে দুর্ঘটনাস্থলেই থেমে যায় ট্রেনটি। পরে কোনো মতে ফতুল্লা রেলস্টেশনে নেওয়া হয় ট্রেনটি। অপরদিকে দুর্ঘটনার আগেই ট্রেন দেখে লাফিয়ে পড়েন ভটভটির হেলপার। কিন্তু চালক একাই ভটভটি রেললাইন পার করার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের সঙ্গে  সংঘর্ষ হয় ভটভটির। এতে আহত হয়েছেন ভটভটির চালক। একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে ভটভটি চালকের।

ট্রেনটি ফতুল্লা রেলস্টেশনে রাখা হয়েছে। আরেকটি ইঞ্জিন এলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানান, চাষাঢ়া রেলস্টেশন মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন।

নারায়ণগঞ্জ রেল পুলিশের আইসি নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। চেষ্টা চলছে আহত ভটভটি চালকের নাম-পরিচয় জানার। তবে যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি অবৈধ রেলক্রসিং। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied