জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪, গ্রেফতার ১
১৩ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫

মুরাদুল ইসলাম মুরাদ:
জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহতের ঘটনায় মো. নিহাত মিয়া (২৫) নামে ওই ট্রাকচালককে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১০ জুন শনিবার বিকেলে ময়মনসিংহের সদর উপজেলার কাশর লাকিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহাত মিয়া ওই এলাকার মো. হাবিব মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
তিনি জানান, শুক্রবার ট্রাকের ধাক্কায় একই পরিবারের চার সদস্য নিহতের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। পরে নিহতের আত্মীয় মামলা করার পর র্যাব-১৪ এর একটি অভিযানিক দল ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার বিকেলে ময়মনসিংহের সদর উপজেলার কাশর লাকিবাড়ী এলাকা থেকে ট্রাক ড্রাইভার নিহাত মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বর্তমানে সদর থানায় থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
