কোরবানি দিতে গিয়ে ৭০জন আহত
২১ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে প্রায় ৭০ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
২৯ জুন বৃহস্পতিবার ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. আলাউদ্দিন জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৭০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কোরবানি দিতে গিয়ে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়ার পাশাপাশি অনেকে গরুর লাথিতেও আহত হয়েছেন।