কচুয়ায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু
৫ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
চাঁদপুরের কচুয়ায় সাপের কামড়ে ফজিলতের নেছা নামের এক নারীর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দোয়াটি গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই গ্রামের মৃত আব্দুর রবের স্ত্রী।
স্থানীয় লোকজনরা জানান, মঙ্গলবার ফজিলতের নেছা সন্ধ্যায় মুরগির খোপে মুরগির ডাকে হাত দিলে ডান হাতে বিষধর সাপ দংশন করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করে। ওই হাসপাতালে ফজিলতের নেছার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
