জাদুঘরে নিজের হৃৎপিণ্ড দেখলেন ১৬ বছর পর
১৬ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে হ্যাম্পশায়ারের রিংউডের বাসিন্দা জেনিফার সাটনের বয়স ছিল ২২। ওই বছরই হৃৎপিণ্ডের জটিল রোগ ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে তা প্রতিস্থাপন করা হয়।
সম্প্রতি লন্ডনে হান্টেরিয়ান জাদুঘরে একটি প্রদর্শনীতে গিয়ে ওই নারী তার নিজের হৃৎপিণ্ড দেখতে পান।
জীবন বাঁচাতে ১৬ বছর আগে হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল এক তরুণীর। অপসারণ হওয়া সেই হৃদযন্ত্রটি জাদুঘরে গিয়ে দেখে আসলেন সেই নারী। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।
বিবিসিকে জেনিফার বলেন, এটা আমার শরীরের ভেতর ছিল, বেশ সুন্দর, আমার বন্ধুর মতো। এটা আমাকে ২২ বছর ধরে বাঁচিয়ে রেখেছিল। আমি সত্যিই এর জন্য বেশ গর্বিত।
