এফডিসি থেকে অভিনেত্রীর আইফোন চুরি
১৩ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
জনপ্রিয়
অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। ফোন হারানোর ঘটনায় থানায়
সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী ফারিণ।
৪
অক্টোবর বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঘটনাটি ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি
মাজহারুল ইসলাম বলেন, চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা
একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।
জানা
গেছে, এফডিসিতে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন
ফারিণ।