কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ মার্চ
২৬ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। মোট ২৩৩টি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ৯ মার্চ।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম বলেন, এই ২৩৩টি নির্বাচনে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
চলবে ভোটগ্রহণ। এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি কর্পোরেশন,পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
