কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাশেম খান আর নেই

Cumilla24

১৯ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

কুমিল্লা- (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান (৬৮) আর নেই। তিনি বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে নাজিয়া হাশেম তানজি।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুছ ছালাম বেগ জানান, বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে, বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে, দুপুর ১২টায় ব্রাহ্মণপাড়া সদরে, বাদ জোহর বুড়িচং সদরে তার গ্রামের বাড়ির গিলাতলায় বাদ আছর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আবুল হাশেম খান  ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচংয়ের উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৩ মেয়ে ১ ছেলের জনক। রাজনৈতিক জীবনে ১৯৭৬ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বছর পর হন সাধারণ সম্পাদক।

২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী আসনটির এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর উপনির্বাচনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied