কুমিল্লায় দেশীয় অস্ত্র ও ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
২০ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫
নিউজ ডেস্ক:
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেশপুর এলাকায় দেশীয় অস্ত্র ও ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি চাপাতি, ২ টি রামদা ও ২০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা গ্রামের মৃত বাচ্চু মিয়া এর ছেলে মোঃ জয়নাল হোসেন এবং একই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে মোঃ নাজমুল হক রাসেল।
র্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
