কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান ও মতবিনিময়
১৭ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মতবিনিময় সভা শেষে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১২৯টি পূজা মন্ডপে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
Tweet
ইউটিউব সাবস্ক্রাইব করুন