কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ১৫

Cumilla24

৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

নেকবর হোসেন, কুমিল্লা:

কুমিল্লার যুবলীগ কর্মী, কিশোর গ্যাং ও চোর-ছিনতাইকারি চক্রের সক্রিয় ১৫ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতভর নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খানের নির্দেশে নগরীতে অপরাধ দমনে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলামের তত্ত্বাবধানে থানা  পুলিশের একাধিক টিম শুক্রবার রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ কিশোর গ্যাং ৮ সদস্য সহ  ও চোর ছিনতাইকারী চক্রের সক্রিয় ১৫ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে -নয়ন, ফয়সাল, তাসকিন, প্রান্ত, সাগর, ইফতেখার, মকবুল, আরাফাত, যুবলীগ কর্মী টিপু, চাঁদাবাজ শাহজাদা সহ চোর ছিনতাইকারী চক্রের  ১৫ সদস্য। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে চালান দেওয়া হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied