কুমিল্লায় বিদুৎপৃষ্টে যুবকের মৃত্যু

Cumilla24

২৪ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে বিদুৎপৃষ্ট হয়ে মোঃ তুহিন (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে পৌর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ছোটআলমপুর উত্তর পাড়ার “মোঃ ফারুক হোসেন”এর মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার বাড়ির মোঃ ফারুক হোসেন এর মেজো ছেলে মোঃ তহিন পেশায় একজন দোকান কর্মচারী। প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় এবং বাড়ির পাশে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে। খোলা শেষ হলে বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। ওই সময় তার রুমের ফ্যানের লাইন নষ্ট দেখে তা মেরামত করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তুহিন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদুৎপৃষ্ট তুহিনের বাবা“ মোঃ ফারুক হোসেন”  বলেন, তুহিন রাতে ঘুমাতে গেলে দেখে তার রুমের ফ্যান চলে না। এক পর্যায়ে দেখে বৈদুতিক তার ছিড়ে সমস্থ ঘরে আর্থিং হয়ে আছে। এ সময় সে লাইন মেরামত করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে আর নেই।

এ ব্যপারে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাঈনউদ্দিন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ আমরা পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied