অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Cumilla24

১৭ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহির খানকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

২২ আগস্ট মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি জানান, র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।  

র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার নারী ও শিশু নিযার্তন দমন আইনে এক মামলায় (নম্বর-১০) যাবজ্জীবন এবং নারী ও শিশু নিযার্তন দমন আইনে আরেক মামলায় ১৪ বছর কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ছিলেন গ্রেফতারকৃত আসামি জহির খান।  

র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামী জহির খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন তিনি।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান, র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied