কুমিল্লায় কাঁচা মরিচ ও আলু বাজারে অভিযান,৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Cumilla24

১৩ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

কাঁচাম‌রিচ ও আলুর বাজা‌রে অ‌ভিযান, ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর চকবাজার ও রাজগঞ্জ এলাকার কাঁচাম‌রিচ ও আলুর বাজা‌রে বি‌শেষ অ‌ভিযান পরিচা‌লনা করা হয়ে‌ছে। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা,  ই‌চ্ছেমা‌ফিক দা‌মে আলু বি‌ক্রি ও দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখার ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে পাঁচ প্রতিষ্ঠান‌কে ১০ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়। জ‌রিমানাকৃত প্রতিষ্ঠানগু‌লো হলো: চকবাজার এলাকার ভাই ভাই বা‌ণিজ‌্যালয় ৫ হাজার টাকা, রমজা‌নের আলুর আড়ত ১ হাজার টাকা, মিজা‌নের আলুর আড়ত ১ হাজার টাকা। রাজগঞ্জ বাজা‌রের হাসা‌নের আলুর আড়ত ৩ হাজার টাকা এবং ম‌নি‌রের সব‌জির দোকান‌ ৫০০ টাকা।  অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের ক্রয় ভাউচার ও ক্রয়ের তথ‌্য যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, চকবাজার ও রাজগঞ্জ বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied