কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিয‌ান, ৪প্রতিষ্ঠানকে জরিমানা

Cumilla24

১১ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক এর নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার কচুয়া চৌমহনী, পদুয়ার বাজার ও চৌয়ারা বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে। এ সকল এলাকার ডিমের আড়ত, মুদির দোকান, কাঁচা বাজার, হো‌টেল ও ফা‌র্মেসী‌তে তদার‌কি কার্যক্রম চালা‌নো হয়। অ‌ভিযা‌নে  ক্রয় ভাউচার আ‌ছে কিনা, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা আ‌ছে কিনা এবং কারসা‌জি ক‌রে দাম বাড়া‌নো হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়। আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৪প্রতিষ্ঠান‌কে ১৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এ সময় অন‌্যদের সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied