অপসারণ না হলে আমি ময়লা পানিতে নেমে ধর্মঘট করবো: শামীম ওসমান
২২ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এমপি বলেছেন, আমার এলাকায় ৩০ থেকে ৪০ লাখ মানুষ থাকে এখানে । ইন্ডাস্ট্রির ময়লা-আবর্জনাসহ বিষাক্ত ময়লা ডিএনডি বাঁধের পানিতে। এটা যদি অপসারণ করা না হয় তাহলে আমি ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘট করবো।
২ জুলাই রোববার সিদ্ধিরগঞ্জে ডিএনডি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আমার প্রত্যাশা আছে কারণ পানিসম্পদমন্ত্রী আমাকে কথা দিয়েছেন। তিনি বলেছেন, কয়েকটা দিন সময় দিন। ডিএনডি প্রজেক্টের জন্য ১ হাজার ২৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মূলত করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এ টাকাটা আসতে দেরি হয়ে গেছে। তবে জুলাই মাসেই টাকাটা আসবে।
শামীম ওসমান বলেন, ঈদের সময় আমি অসুস্থ থাকায় সেখানে যেতে পারিনি। আমার ছেলেকে পাঠিয়েছি। তিনি তার টিম নিয়ে ওই এলাকাগুলোতে গিয়েছেন। আমাকে ছবি দেখিয়ে বলল যে অবস্থা সেখানে মানুষের জীবনযাপন করা সম্ভব না।
তিনি আরো বলেন, আমার পানির কানেকশনটা তো ড্রেনের সাথে থাকতে হবে। সিদ্ধিরগঞ্জ পুরোটাই তো সিটি করপোরেশনের এলাকা। সিটি করপোরেশনের কাছে অনুরোধ সিদ্ধিরগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করেন। পানিটা যেন ডিএনডি খালে যায়। এটা যতক্ষণ পর্যন্ত না হবে আমরা পানিতে নেমে বসে থাকবো।
