আসছে নোরার নতুন ভিডিও

Cumilla24

১৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫


#

হিন্দি সিনেমায় ‘আইটেম গান’র প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ নোরা ফাতেহি । নাচের দক্ষতার জন্য বরাবরই নজরে এসেছেন তিনি।

অভিনেত্রী ও নৃত্যশিল্পীর বাইরে ইতোমধ্যেই আন্তজার্তিক অঙ্গনে গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। আর এবার প্রকাশ্যে এলো নোরার গাওয়া প্রথম একক গানের ভিডিও।

তবে এখানেই শেষ নয়, প্রকাশ্যে আসা নোরার ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর প্রযোজক গায়িকা নোরা নিজেই। 

‘সেক্সি ইন মাই ড্রেস’র মিউজিক ভিডিও নিয়ে দারুণ রোমাঞ্চিত নোরা। তিনি বলেন, একজন কণ্ঠশিল্পী হিসেবে প্রথম একক গান আনছি, যা আমার ক্যারিয়ারে নতুন একটি কাজ।

২০২২ সালে বিশ্বকাপ ফুটবলে ফিফার আফিসিয়াল সাউন্ড ট্র্যাক ‘লাইট দ্য স্কাই’- নোরার অংশগ্রহণ তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। নোরাই বলিউডের প্রথম তারকা, যাকে ফিফা বিশ্বকাপের থিম সংয়ের ভিডিওতে দেখা গেছে। কাতারের দোহায় ফিফা ফ্যান ফেস্টে নোরার ঘণ্টাব্যাপী নাচও আলোড়ন তোল বিশ্বকাপে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied