আমার সুন্দরী বউ,আপনাদের বোন: অনন্ত জলিল

Cumilla24

১৭ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

৯ সেপ্টেম্বর শনিবার ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা হাজির হয়েছিলেন একটি মাল্টিপ্লেক্সে।

সেখানে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে অনন্ত জলিল তার পাশে দাঁড়িয়ে থাকা বর্ষাকে উদ্দেশ্য করে বলেন, ‘এবার আমাদের সুন্দরী বউ কথা বলবে। আমার সুন্দরী বউ, আপনাদের বোন। ’

অনুষ্ঠানে কিছুটা স্মৃতিকাতরও হন অনন্ত-বর্ষা। ২০১৩ সালে এই দম্পতির ‘নিঃস্বার্থ ভালবাসা’ সিনেমা দিয়েই যাত্রা শুরু হয় ব্লকবাস্টার সিনেমাসের।

অনন্ত জলিল বলেন, আজ ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ ভালবাসা’ দিয়ে এটি ওপেনিং হয়। সিনেমার জন্য তাদের ৭টা স্ক্রিন আছে। আমরা যখনই সিনেমা রিলিজ করি তখনই এটা আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট। এই জন্য যখনই উনারা কোনো আয়োজনে আমাদের ডাকেন, আমরা সাড়া দিই। উনারাও আমাদের ডাকে সাড়া দেন, আমরাও তাদের ডাকে সাড়া দিই। আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসেন। ’

অনন্ত-বর্ষার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অপু বিশ্বাস, পরীমণি, সিয়াম আহমেদ, চয়নিকা চৌধুরী, ইমনসহ আরো অনেকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied