আজ হাবুর গায়ে হলুদ

Cumilla24

২৯ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

ব্যাচেলর পয়েন্ট নাটকে হাবু চরিত্র দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন মাহবুবুর রহমান চাষী। ‘তোমার রান্নার হাতটা একটু দেখবো’ এই সংলাপটি কম বেশি সবারই খুব চেনা । এটি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার শোনা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিয়ে করছেন চাষী আলম। ২৪ আগস্ট আজ রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়ে হলুদের।

শোবিজ অঙ্গন সূত্রে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় বলেন, আজ বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। শুক্রবার বিয়ে।

এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied