২৬ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Cumilla24

২৮ দিন আগে বুধবার, অক্টোবর ৮, ২০২৫


#

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামি মো. জসিম ওরফে দিদারুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গতকাল নগরের চান্দগাঁও থানার খাঁজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার মরহুম মেহেরুজ্জামানের ছেলে।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, আসামি জসিম দীর্ঘ ২৬ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়িয়েছে। শনিবার এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied