শার্শায় মটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

Cumilla24

১০ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

যশোরের শার্শায় মটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (১৯) নামে ১জন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসব মটরসাইকেল চালক রাজু আহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় শার্শা উপজেলা সদরের জেলে পাড়ার সামনে এই দূর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহমান শার্শা উপজেলার শ‍্যামলাগাছি গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।

শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা জানান, সন্ধ্যার পরে বোয়ালিয়া বাজার থেকে বাড়ির উদ্দেশ্য তারা দুইজন মটরসাইকেল যোগে আসছিল। পথের মধ্যে শার্শা জেলে পাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মটরসাইকেলে সামনে ধাক্কা লাগে। এসময় পথচারীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied