২০০ টাকায় উপভোগ করা যাবে বিপিএলের সিলেট পর্বের ম্যাচ

Cumilla24

২৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর লিগ পর্বে প্রতিদিন একই ভেন্যুতে দুটি করে ম্যাচ আয়োজন করা হবে, যা দর্শকরা একটি টিকিটেই উপভোগ করতে পারবেন। এবারের আসরে ম্যাচ দেখার জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল ম্যাচগুলোর সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব ক্যাটাগরির টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে।

বিসিবি সূত্র জানায়, বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর। এর আগে ২১ ডিসেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হবে। সিলেট পর্বে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। তবে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা দেখতে আগ্রহী দর্শকদের অনলাইনের মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে হবে। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ভেন্যুতে কোনো বুথে সরাসরি টিকিট বিক্রি করা হবে না। দর্শকরা www.gobcbticket.com.bd

 ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন।

টিকিটের মূল্য তালিকা অনুযায়ী,

গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ইস্ট, আপার ওয়েস্ট, লোয়ার ইস্ট ও লোয়ার ওয়েস্ট) প্রতিটি আসনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

এ ছাড়া ক্লাব হাউস (আপার) ক্যাটাগরির টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।

বিসিবি আশা করছে, অনলাইন টিকিটিং ব্যবস্থার মাধ্যমে দর্শকরা সহজেই মাঠে বসে বিপিএলের ম্যাচ উপভোগ করতে পারবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied