স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার

Cumilla24

১৯ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫


#

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উপজেলার কচুয়া হাজী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ ঘটনায় গৃহবধূর স্বামী আমির হামজা ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো: এ এলাকার হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫) ও সমেশ আলীর মোজাম্মেল হক (৩০)।

পুলিশ জানায়, স্বামী-স্ত্রী বাড়ি থেকে স্থানীয় কচুয়া চাঁদের হাট এলাকায় ঘরতে আসে। ওই এলাকা দিয়ে ঘুরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কচুয়া হাজী চৌরাস্তা এলাকায় পৌঁছালে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল তাদের আটক করে। এসময় তাদের ২জনকে স্থানীয় একটি শাল গজারি বনের ভিতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। 

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল করিম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied