সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

Cumilla24

১ দিন আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫


#

অধস্তন আদালতের বিচারক আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদারে পুলিশের মহাপরিদর্শকবরাবর চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়।

গত রোববার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ জেলা দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অধস্তন আদালতসমূহে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী সাধারণ জনগণের উপস্থিতিতে বিচারকাজ চলে।

বর্তমান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি হয়ে পড়েছে।

নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ব্যতীত বিচারপ্রার্থী অপ্রত্যাশিতব্যক্তিবর্গের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সমাবেশ, মিছিল, অস্ত্র মাদকদ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

আইজিপিকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, “দেশের অধস্তন আদালতসমূহে বিচারকার্য নির্বিঘ্ন, নিরাপদ শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied