সিলেটে ২ ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত

Cumilla24

১৮ দিন আগে শনিবার, আগস্ট ২৩, ২০২৫


#

সিলেটের দক্ষিণ সুরমায় ২ ট্রাকের সংঘর্ষে ১ নারীসহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৭ জন। ১১ জন ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর নারীসহ আরও ২ জনের মৃত্যু হয়।

জুন বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: নেত্রকোনার বারহাট্টা এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে আওলাদ হোসেন,সুনামগঞ্জের আলীনগরের শিশু মিয়ার ছেলে হারিছ মিয়া,সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়ার সিরাজ মিয়ার ছেলে মো. সৈয়ব আলী, একই এলাকার বাদশা মিয়া, দিরাই মধুপুর গ্রামের সুনাই মিয়ার ছেলে সাধু মিয়া, সুনামগঞ্জ দিরাই ভাটিপাড়ার মফিজ মিয়ার ছেলে সায়েদ নুর, দিরাই ভাটিপাড়ার মৃত সজিব আলীর ছেলে রশিদ মিয়া, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাবনগাওয়ের মৃত ওয়াহাব আলীর ছেলে শাহীন মিয়া, একই উপজেলার মুরাদপুরের হারুন মিয়ার ছেলে দুলাল মিয়া, সুনামগঞ্জের দিরাই পাতাইয়া কাইম গ্রামের জসিম মিয়ার ছেলে একলিম মিয়া, একই উপজেলার গছিয়া গ্রামের বারিক উল্লাহর ছেলে সিজিল মিয়া সিলেট নগরের নম্বর ওয়ার্ডের বাদামবাগিচার আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগম, শান্তিগঞ্জ তলের বনত গ্রামের মৃত আমান উল্লাহ তালুকদারের ছেলে আওলাদ হোসেন তালুকদার

 সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা তথ্য নিশ্চিত করেন।

 দক্ষিণ সুরমা থানার ওসি সামসুদ্দোহা জানান, একটি বড় ট্রাক একটি ডিআই ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। আহতদের সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied