ফিটনেসবিহীন-মেয়াদোত্তীর্ণ গাড়ি বন্ধের নির্দেশ দিলেন আইজিপি

Cumilla24

৫ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

ঈদে মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ঈদুল আজহা উপলক্ষে সোমবার পুলিশ সদর দপ্তরে সড়ক মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের বিষয়ে পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ প্রধান।

সেই সভায়ই ঈদের সময় মহাসড়কে ফিটনেসবিহীন যান এবং নসিমন-ভটভটি চলাচল বন্ধ রাখার কথা বলেন তিনি।

মহাসড়কে নসিমন-ভটভটি জাতীয় যানবাহন উঠতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ঈদের সময় যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করতে পরিবহন মালিক শ্রমিক নেতাদের অনুরোধ জানান।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied