শুটিং সেটে চোটে আহত জিৎ, বন্ধ হলো সিনেমার শুটিং

Cumilla24

২৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

টালিউডের সুপারস্টার জিৎ অভিনীত নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, শুটিংয়ের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের সময় জীৎ হাতে আঘাত পান। তার শারীরিক অবস্থার কারণে এবং নিরাপত্তা বিবেচনা করে পরিচালক পথিকৃৎ বসু শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

কীভাবে এই আঘাত ঘটে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। পরিচালকও এখনও শুটিং পুনরায় শুরু করার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি।

ছবিতে জীৎ ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহ-এর ভূমিকায় অভিনয় করছেন। সিনেমার মূল থিম অ্যাকশন ঘরানা এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

জিৎ-র বিপরীতে ছবিতে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, রজতাভ দত্ত, সোমনাথ করসহ আরও অনেকে। সিনেমার মুক্তির জন্য লক্ষ্য করা হয়েছে ১৫ আগস্ট, ২০২৬।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied