হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করা চক্রের চার সদস্য গ্রেফতার

Cumilla24

১৭ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

সাভারে পৃথক একটি বিশেষ অভিযান চালিয়ে হানিট্র্যাপের মাধ্যমে অপহরণে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় অপহৃত একজন ব্যক্তিকেও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাতে সাভার মডেল থানার গেন্ডা এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মোসা. জোসনারা বেগম (৩৯), মো. টুটুল (৩৫), মো. সুমন (৩৫) ও মো. রফিক মিয়া (৪৫)।অভিযানকালে তাদের হেফাজত থেকে অপহৃত ব্যক্তি মো. মাসুম বেপারী (৩৭) কে উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি গামছা, একটি মাস্কিং টেপ, ভিকটিমের কাছ থেকে নেওয়া নগদ চার হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এ বিষয়ে ওসি সাইদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ভিকটিম নিজেই বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি থানার মামলা নম্বর ৭৩, তারিখ ২৯/১২/২০২৫। দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৩৪২, ৩৬৫, ৩২৩, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এই চক্রটি নারী সদস্যকে ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অপহরণ করত এবং পরে মুক্তিপণ ও চাঁদা আদায়ের মাধ্যমে অর্থ আদায় করত। অভিযুক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied