র্যাবের হাতে আটক ভুয়া র্যাব
২ দিন আগে মঙ্গলবার, মে ২০, ২০২৫
র্যাব সদস্য পরিচয়ে প্রতারণাকালে রাজধানীর লালবাগ এলাকা থেকে মুকুল হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৩ জুন শুক্রবার তাকে আটকের বিষয়টি জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
তিনি বলেন, ঢাকার লালবাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে র্যাব পরিচয়ে প্রতারণাকা ১ একজনকে আটক করা হয়েছে। আটক মুকুল বেশ কিছুদন ধরে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক বা মালিকদের ইজিবাইক চলাচলের জন্য প্রধানমন্ত্রীর এপিএসের কাছ থেকে অনুমতি এনে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
