রিভলবারসহ যুবক আটক

Cumilla24

২৩ দিন আগে সোমবার, মে ১৯, ২০২৫


#

ভোলার লালমোহনে একটি রিভলবার দুটি দেশীয় অস্ত্রসহ শামীম বকশী(শুটার শামীম)(২৭নামে এক যুবককে আটক করেছে লালমোহন থানা পুলিশ। 

 

শুক্রবার বিকেলে লালমোহন পৌর শহরের ইসলামিক মডেল মসজিদ সংলগ্ন পৌরসভার গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। শামীম উপজেলার কালমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বালুরচর গ্রামের আবুল কাশেম বকশীর ছেলে।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় লালমোহন পৌরসভার গেইট এলাকায় শামীমকে সন্দেহজনক অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে তার কাছে তরবারি সাদৃশ্য বগি দা চাকু দেখে থানায় খবর দেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক নয়ন পঞ্চায়েত। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে শামীম কে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়িতে একটি রিভলবার আছে বলে স্বীকার করে। পরে শামীমের বসতঘর থেকে রিভলবার উদ্ধার করে পুলিশ।

 

ঘটনায় নয়ন পঞ্চায়েত বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied